জলের তোড়ে ভাঙল সেতু, চরম দুর্ভোগ মালদায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   মালদা জেলার পুখুরিয়া থানার অধীন পীরপুর এলাকায় কালিন্দী নদীর উপর নির্মীয়মাণ কাঠের সেতু রবিবার ভোরে জলের তোড়ে ভেঙে যায়।

আড়াইডাঙ্গা-পীরপুরের মধ্যে সংযোগকারী নির্মীয়মাণ কাঠের সেতুটি ভেঙে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পীরপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, সেতু নির্মাণে ঠিকাদার নিম্নমানের কাঠ ও অন্য সামগ্রী ব্যবহার করেছেন। কাজ শেষ না হওয়ার আগেই কাঠের সেতু ভেঙে যাওয়ায় নির্মাণ সংস্থার লোকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত করে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ২৬/১১ কায়দায় ভয়াবহ জঙ্গি হানা

সম্পর্কিত পোস্ট