মুখ্যসচিবের সঙ্গে কথা বলার পর ধর্মঘট প্রত্যাহার বাস সংগঠনগুলির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর নিজেদের অনড় সিদ্ধান্ত থেকে পিছু হটলেন রাজ্যের ৫ বাসমালিক সংগঠন। আগামী তিনদিনের ধর্মঘট প্রত্যাহার করে নিল বাস সংগঠনগুলি।
বাস-মিনিবাস ধর্মঘটের পাশাপাশি ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনগুলি। বুধবার বৈঠকের পর তা স্থগিত রাখা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তবে এই ধর্মঘটে ট্যাক্সি চালকরা সমর্থন জানাননি।
এই সিদ্ধান্তের পর স্বস্তি পেল নিত্যযাত্রীরা। বাস সংগঠনগুলির নতুন সিদ্ধান্তে মাসের শেষে ব্যস্ত সময় গন্তব্যে পৌঁছাতে আর কোনও সমস্যা রইল না।
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজে আবারও সেরা বাংলা
ডিজেলের দাম কমানো, ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবীতে ২৮ তারিখ থেকে টানা তিনদিন ধর্মঘটের ডাক দিয়েছিল বাস-মিনিবাসের পাঁচ সংগঠন। বাস সংগঠঙ্গুলির সিদ্ধান্তের পরই সমাধানে নামে রাজ্য সরকার।
সোমবার একদফায় বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধান বের হয়নি। বুধবার ফের ধর্মঘটি সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেখানে মেনে সমাধান।
বৈঠকের পর বাস সংগঠনের তরফে জানানো হয়, ডিজেলের কর কমানোর জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবেন। এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। কেন্দ্রের তরফে কর কমানোর পদক্ষেপ নেওয়া হলে, রাজ্য পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।