সোমবার থেকে নামছে না বাস, জানালেন বেসরকারি বাস মালিকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সরকারের নির্দেশ মেনে লোকসানের বোঝা নিয়ে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। রবিবার নিজেদের মধ্যে বৈঠকের পর এ কথাই জানালেন বাস মালিক সংগঠনগুলি। একই সঙ্গে এদিন ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কাছে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা।

তাদের দাবি, বাসের ভাড়া বাড়ানো না হলে জ্বালানি খরচ উঠবে না। তাই রাজ্য সরকার আরো একবার বাসের ভাড়া পুনর্বিবেচনা করুক।

প্রসঙ্গত , আগামী সোমবার থেকেই রাজ্যে বাস চালাতে রাজি হয়েছিলেন বেসরকারি বাস মালিকরা। তবে বাসে যাত্রী সংখ্যা কুড়িজন করে দেওয়ায় ন্যূনতম ভাড়া কুড়ি টাকা ঠিক করেছিলেন বাস মালিকরা। শনিবার অবশ্য রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিকদের এই সিদ্ধান্ত মানতে রাজি হননি।

উল্টে তিনি জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই বেসরকারি বাসের ভাড়া বাড়ানো যাবে না। সরকারি বাস যে ভাড়ায় চলছে বেসরকারি বাসেও সেই ভাড়ায় রাখতে হবে। রাজ্যের পরিবহনমন্ত্রীর ঘোষণার পরেই বাস চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন বাস মালিকরা। তবে মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য রাজ্য সরকারের কাছে আরও একবার বাসের ভাড়া পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বাস মালিকরা।

করোনার মধ্যেও ডেঙ্গু নিয়ে পুরসভা গুলিকে সতর্ক থাকতে বললেন পুরমন্ত্রী

ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, প্রায় দুমাসের লকডাউন এর কারণে লক্ষাধিক শ্রমিক, মালিক বসে আছে । তারা চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এই অবস্থায় বাসের ভাড়া না বাড়ালে তাদের পক্ষে কোনভাবেই বাস চালানো সম্ভব নয়।

এদিন ভাড়া বাড়ানোর দাবির পাশাপাশি বাসের কর্মীদের জন্য ১০ লক্ষ টাকার বীমা করার দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের আওতায় বাস চালক ও কন্ট্রাকটারদের নিয়ে আসারও দাবি জানিয়েছেন বাস মালিকরা।

তবে এদিন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি নির্দেশ মানতে হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বাস মালিকেরা। এই ক্ষতি মেনে নিয়ে কোনভাবেই সোমবার থেকে বাস চালানো তাদের পক্ষে সম্ভব না।

সম্পর্কিত পোস্ট