CBI হাজির হচ্ছে সুপ্রিম কোর্টে, যা অত্যন্ত দুঃখজনকঃ সিঙভি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী বুধবার অবধি বৃহত্তর বেঞ্চের কাছে মামলার শুনানি স্থগিত রাখার আর্জি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রায়ের চার নেতার জামিনের প্রেক্ষিতে স্পেশাল লিভ পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়ার আর্জি জানানো হয়েছে।
সিংভিঃ এটা খুবই দুঃখের যে সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে উপস্থিত হচ্ছে।
সিংভির ব্যবহৃত শব্দের বিরোধীতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।সলিসিটর জেনারেল জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে ধর্না দেন। আইনমন্ত্রী আদালতে গিয়ে ধর্না দেন এই ঘটনা অনভিপ্রেত।
বেঞ্চের তরফে বলা হয়, গোটা ঘটনায় তিনটি বিষয় উঠে আসছে এক গৃহবন্দী, দুই অন্তবর্তীকালীম জামিন, তিন গোটা বিষয়টা ডিজপোজ করে দেওয়া।
সলিসিটর জেনারেলের বুধবার শুনানির প্রেক্ষিতে বেঞ্চের তরফে বলা হয়, কলকাতায় ঘুর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ফলে মামলার শুনানির ক্ষেত্রে অসুবিধা হতে পারে।
তবে এদিন শুনানি চলাকালীন একাধিকবার মুখ্যমন্ত্রীর ধর্নার কথা উঠে আসে। যা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে গরমাগরম পরিস্থিতি হয়ে ওঠে।