সোমবার সকালে অভিষেকের শ্যালিকার বয়ান রেকর্ড করবে CBI

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ জারি করা হয়েছে। আর সেই নোটিশ নিয়েই কালীঘাটে শান্তিনিকেতন বাড়ি গিয়েছেন পাঁচ সিবিআই আধিকারিক। জানানো হচ্ছে কয়লা পাচারকাণ্ডে বেশ কিছু তথ্য হাতে এসেছে। একইসঙ্গ জানা গেছে আগামীকাল অভিষেকের শ্যলিকার বাড়িতেও জিজ্ঞাসাবাদের জন্য হানা দেবে সিবিআই। পাঠানো হয়েছে নোটিস।

সে কারণে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়লা পাচারকাণ্ডের টাকার লেনদেন হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে এই কথা জানানো হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নোটিশ এই খবর লেখা পর্যন্ত কাউকে ধরানো সম্ভব হয়নি। কালীঘাটের বাড়িতে কেউ এই মুহূর্তে উপস্থিত নেই। একথা জানানো হয়েছে। সেই কারণে কিভাবে নোটিশ দেওয়া হবে?

তাই নিয়ে প্রশ্ন রয়েছে। দিল্লির আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। রাজ্যজুড়ে কয়লা পাচারকাণ্ডে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। লালার নামে look-out নোটিশ জারি হয়েছে। তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই কয়লা পাচারকাণ্ডে এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালো।

আন এডেড মাদ্রাসাগুলির জন্য বরাদ্দ অর্থের রিলিজ অর্ডার প্রকাশ করল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর

কয়লার টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাঙ্ক একাউন্টে ঢুকেছে। এই কথা শোনা যাচ্ছে। সেই বিষয় নিয়ে আলোচনা করতে চায় সিবিআই। সে কারণেই নোটিশ জারি করা হয়েছে তার নামে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর আগে একাধিকবার পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্ত থাকার কথা বলেছেন।

কয়লা পাচারের টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাঙ্ক একাউন্টে জমা পড়েছে। একথাও তিনি বলেছেন বিদেশের ব্যাঙ্কে একাউন্ট রয়েছে তার। এক চৌকাট দূরে রয়েছে সিবিআই গোয়েন্দারা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা দেবে।

ভোটের আগে এইভাবে নোটিশ জারি হওয়ার বিষয় নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ইতিমধ্যেই জেরা করতে চায় সিবিআই। সেই বিষয়ে তারা সিদ্ধান্তে এসে গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে আসতে পারে। এই বিষয়টি মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট