অভিষেকের শ্যালিকার বাড়িতে CBI, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জিজ্ঞাসাবাদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার CBI আধিকারিকদের সঙ্গে দেখা করবেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেইল মারফত জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সময়ের উল্লেখ করেছেন বেলা এগারোটা থেকে তিনটের মধ্যে।

একই সঙ্গে তিনি জানিয়েছেন সিবিআই কেন তার সঙ্গে দেখা করতে চাইছে একথা তার কাছে স্পষ্ট নয়। কারণ তিনি এসব বিষয়ে কিছুই জানেন না। রবিবাসরীয় দুপুরে যখন সিবিআই তার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই সময় তিনি বাড়িতে ছিলেন না।

প্রসঙ্গত কয়লা পাচার কান্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্যালিকা মেনকা গম্ভীরাকে। সোমবার বেলা বারোটার কিছু পরে তার বাড়িতে হাজির হয়েছে সিবিআই। সেখানেই রেকর্ড করা হবে অভিষেকের শ্যালিকার বয়ান।

সিবিআই সূত্রের দাবি, কয়লা কাণ্ডে অভিষেকের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে  বেশকিছু সন্দেহজনক লেনদেনের হদিস মিলেছে। জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়ে। একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তাঁরা অভিষেকের বাড়িতেই রুজিরা সঙ্গে কথা বলতে চান। নিজাম প্যালেসে তাকে তলব করা হয়নি।

সোমবার সকালে অভিষেকের শ্যালিকার বয়ান রেকর্ড করবে CBI

রবিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে আক্রমণ করে লিখেছেন, রবিবার দুপুর দুটোয় সিবিআই আমার স্ত্রীর নামে নোটিশ দিয়েছে। তবে আইনের শাসনের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের। পরিকল্পনা করে আমাদের দাবিয়ে রাখা যাবে না। নত করাও যাবে না।

কয়লা পাচার কাণ্ডে তদন্তের জন্য রুজিরাকে নোটিসের পাশাপাশি বিদেশে টাকা চালান এবং অসঙ্গতিপূর্ণ লেনদেনের হদিস মেলায় রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করেছে ইডি।

একইসঙ্গে জানা গেছে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার তদন্তকারীদের তালিকা অ্যাকাউন্টের দিকেই নজর রয়েছে গোয়েন্দাদের। ইডির তরফে জানা গিয়েছে চলতি মাসেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয়দর্শিনীকে। যদিও ফিরহাদ হাকিমের দাবি তিনি এরকম নোটিশের বিষয়ে কিছুই জানেন না

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে সিবিআই এবং ইডির রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন বিষয় নজরদারি নজর কেড়েছে আমজনতার। রুজিরা ও প্রিয়দর্শিনীকে নোটিসের বিষয় কটাক্ষ করতে ছাড়েনি বাম-কংগ্রে-বিজেপি। এখন দেখার আজকের জিজ্ঞাসাবাদে নতুন কি তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

সম্পর্কিত পোস্ট