বিপদের সময় দায় এড়াচ্ছে কেন্দ্র,প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রীয় ভ্যাকসিন নীতির সমালোচনা মমতার
দ্য কোয়ারি ডেস্ক : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের ভ্যকসিন বণ্টন নীতি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
চিঠির ছত্রে ছত্রে আছে আক্রমণের সুর। আগামী ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে। তবে ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। কেন্দ্রের এই সিদ্ধান্তকে এক হাত নিয়ে সমালোচনায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতার অভিযোগ, ‘বিপদের সময় দায় এড়াচ্ছে কেন্দ্র। ১৮ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেরিতে’।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন, সঠিক সময়ে ভ্যাকসিন বণ্টন নিয়ে যথেষ্ট উদাসীনতা দেখিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অভিযোগ সেই কারণেই সময়মতো টিকা মেলেনি। বাংলার জন্য বারবার পর্যাপ্ত সংখ্যক টিকা চাওয়া হয়েছিল। কিন্তু তাও পাওয়া যায়নি বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মমতা লেখেন, ‘দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে’।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ ফেব্রুয়ারি অপ্রতুল টিকার কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই উত্তরও মেলেনি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগামী ১ মে থেকে দেশের ১৮ বছর ঊর্ধ্বদের টিকা দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছে কেন্দ্র। তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁর প্রশ্ন এত টিকা কীভাবে মিলবে? কেন্দ্রের টিকা নিয়ে নীতিতে একাধিক অভিযোগও তুলেছেন তিনি।
মমতা বন্দোপাধ্যায়ের কথায়, ‘কেন্দ্রীয় ঘোষণায় টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহ নিয়ে সমস্যা সমাধানের কোনও পথ দেখানো হয়নি, রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। আমাদের আশঙ্কা, এই ঘোষণার ফলে বাজারে অসাধু প্রবণতা দেখা যেতে পারে, যা সাধারণ মানুষের টিকা কেনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে’।
দেশের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘এখন বাজারে টিকা অমিল। দ্রুত এর সমাধানের ব্যবস্থা গ্রহণ করা উচিত। যাতে প্রতিষেধক সকলেই পান।আপনার কাছে আমার অনুরোধ স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করুন, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান’।
এতদিন ভোট ময়দানে পরস্পরকে আক্রমণ করতে দেখেছে বাংলা। তবে করণা পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলেও কেন্দ্রের টিকা বন্টন নীতি নিয়ে সরব হতে কুন্ঠা বোধ করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। এখর দেখার, চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাব কেন্দ্র আদেও দেয় কিনা।