১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর, ২৯ জানুয়ারি দুই কক্ষে ভাষণ রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এবারের দুই ধাপে চলবে বাজেট অধিবেশন। ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশনের প্রথম ধাপ। যা চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি।

পরবর্তী অধিবেশন শুরু হবে ৮ মার্চ। চলবে ৮ এপ্রিল অবধি। সূত্রের খবর, সংসদীয় কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে বাজেট অধিবেশন বাতিল করে কেন্দ্র সরকার। করোনার কথা মাথায় রেখে অধিবেশন বাতিল করা হয়েছে বলে জানান পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এমনকি এবিষয়ে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে চিঠি লেখেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/north-bengal-tanker-owners-association-joins-movement-to-demand-fair-rent/

চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, সংসদের একাধিক সদস্যের সঙ্গে তিনি কথা বলেছেন। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শীতকালীন অধিবেশন পিছিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। চিঠিতে তিনি আরও বলেন, জানুয়ারি মাসেই অধিবেশন শুরু করা হবে।

যদিও কংগ্রেসের দাবী, এবিষয়ে কোনও কথা হয়নি। বরং কৃষক আন্দোলন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা থেকে দূরে থাকতেই শীতকালীন অধিবেশন বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র।

সংসদে আলোচনার মাধ্যমে কৃষকদের সমস্যা মেটানোর পথে হাটতে চায় কংগ্রেস। যেভাবে কৃষকরা প্রবল ঠান্ডা এবং বৃষ্টি মধ্যে আন্দোলন করে চলেছেন তাতে দেশের ছবি নষ্ট হচ্ছে বলে দাবী করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

গত কয়েকমাস হদরে করোনার কবলে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংসদ। তাই সমস্ত নিয়মবিধি মেনেই সংসদ শুরু হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট