শুরু বাদল অধিবেশন, বেশ কিছু নতুন বিল পাশ করাতে চলেছে কেন্দ্র সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। ১৮ দিন চলবে এই অধিবেশন।

অধিবেশনের শুরুতেই নতুন প্রস্তাবে বলা হয় ১৮ দিনের অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না। এই নিয়ে শুরু দিনেই তোলপাড় হয় সংসদ। প্রশ্ন করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার মত বিরোধীদের৷

সোমবার অধিবেশন চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, গোটা বিশ্বে মহামারির কারণে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের রাজ্যগুলিতে বিধানসভা অধিবেশন বন্ধ থাকলেও ৮০০ থেকে ৮৫০ জন সাংসদ নিয়ে সংসদ খোলা রয়েছে। সরকার কোনও প্রশ্নকে ভয় পাচ্ছে নাম

করোনার কারণে লিখিত মাধ্যমে চলবে প্রশ্নোত্তর পর্ব। লিখিত মাধ্যমেই উত্তর দেবেন সাংসদরা।  এদিন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, লোকসভায় প্রশ্নোত্তর পর্ব হল গোল্ডেন হাওয়ার। তাকে তুলে দিয়ে গণতন্ত্রের শ্বাস রোধ করার চেষ্টা করছে সরকার।

অধিবেশন শুরু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথাতে ভারত চিন বিবাদের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, আশা করি সাংসদরা এমনভাবে বার্তা দেবেন যাতে বোঝা যায় পুরো জাতি সেনার পাশে রয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/rahul-gandhi-clash-pm-narendra-modi-about-various-issue/

প্রতিবার সংসদের অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক হয়। করোনার কারণে সেই বৈঠক এবার বাতিল করা হয়েছে।
প্রতিদিন ৪ ঘন্টা করে সপ্তাহে৭ দিন অধিবেশন চলবে। সকাল ৯ টা থেকে ১১ টা অবধি চলবে রাজ্য সভার অধিবেশন। বিকেল ৩ টে থেকে শুরু হবে লোকসভা অধিবেশন।

করোনার কারণে গত মার্চ মাসেই সংসদ মুলতুবি ঘোষণা করা হয়। তাই বাদল অধিবেশনে বেশ কিছু নতুন বিল পাশ করাতে চলেছে কেন্দ্র সরকার। শ্রম দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলের পাশাপাশি কৃষি এবং বাণিজ্যিক বিষয়ক বিলের পাশ করাতে পারে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট