ব্যাঙ্ক বেসরকারিকরণে আগামী অধিবেশনেই নয়া বিল আনতে চলেছে কেন্দ্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্যাঙ্ক বেসরকারিকরণে (Privatization) আগামী শীতকালীন অধিবেশনে নয়া বিল আনতে চলেছে কেন্দ্র (Central Govt) সরকার। এমনটাই সংকেত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে৷

চলতি বছরের বাজেট (Budget) পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) জানিয়েছিলেন, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কাজ চলতি বছরেই সেরে ফেলতে চায় কেন্দ্র সরকার৷ গত অধিবেশনে পাশ হয়েছে সাধারণ বীমা সংশোধনী বিল। যার ফলে বীমা বেসরকারিকরণে আর কোনও বাধা থাকছে না। এবার পাশ হবে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল।

‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে’ ; কৈলাশ কে বেলাগাম আক্রমণ তথাগত রায়ের

এর আগে সংযুক্তিকরণের মাধ্যমে ২৭ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কমিয়ে ১২ টি ব্যাঙ্ক করা হয়েছে। এরপরেও দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা তুলেছেন অর্থমন্ত্রী। জানা গিয়েছে, ব্যাঙ্ক রেগুলেটিং অ্যাক্ট ১৯৪৯, ব্যাঙ্কিং কোম্পানি অ্যাক্ট ১৯৭০ এবং ১৯৮০ এর অ্যাক্ট সংশোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ যার ফলে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সুবিধা হবে সরকারের।

আগামী অধিবেশনে এই বিল আনতে চাইছে কেন্দ্র সরকার। চলত বছরের মধ্যেই সেরে ফেলতে চাইছে বেসরকারিকরণের কাজ।

সম্পর্কিত পোস্ট