নির্বাচনের মূল্যায়ন এড়িয়ে গেলেন কেন্দ্রীয় নেতৃত্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনে ভরাডুবির কারণ কি? তা নিয়েই নির্বাচনের পর রাজ্যের দায়িত্বে থাকা তিন কেন্দ্রীয়ি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির নেতারা। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের মন্তব্য, যা হওয়ার হয়ে গেছে। এখন সংগঠনকে পুনরায় কীভাবে চাঙ্গা করা যায় তা নিয়ে ভাবতে হবে।

বিধানসভা নির্বাচনে আশানুরুপ ফল না হওয়ায় দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতাদের দিকেই আঙুল তুলেছেন রাজ্য বিজেপির নেতারা৷ প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা দিয়েছে নীচু তলা থেকে ওপর তলার নেতাদেরকে। পাশাপাশি মুকুল রায়কে এত গুরুত্ব দেওয়ার পরেও তাঁর দলবদল নিয়ে আলোচনা হয়েছে নীচুতলার কর্মীদের মধ্যেও। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন, শিবপ্রকাশ এবং অমিত মালব্য। রাজ্যের নেতাদের মধ্যে উপস্থিত রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, সংগঠনের সভাপতি অমিতাভ চক্রবর্তী সহ কোর কমিটির নেতারা।

ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ কৈলাস বিজয়বর্গীয়। তাঁর বিরুদ্ধে গোটা শহরে পোস্টার পড়ে। পোস্টার পড়ে হেস্টিংস এবং মুরলীধর সেন লেনের পার্টি অফিসের সামনেও। পোস্টারে কৈলাস বিজয়বর্গীয়ের ছবির তলার বড় বড় অক্ষরে লেখা, “টিএমসি সেটিং মাস্টার গো ব্যাক”।

শিবপ্রকাশ শুরুতেই মন্তব্য করেন যা হওয়ার হয়ে গেছে। এবার আগামী দিনে কী কী করা যায় তা নিয়েই আলোচনা করতে হবে। পাল্টা রাজ্য নেতৃত্বের তরফে বার্তা, নির্বাচনের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরকে ক্ষতিপূরণ দিতে হবে দলকেই। এমনকি শাসক দলের বিরুদ্ধে মামলা চালানোর খরচ দিতে হবে। রাজ্য নেতাদের এই প্রস্তাবে সায় দিয়েছে দিল্লির নেতারা। দলীয় কর্মীদের ক্ষয়ক্ষতির তালিকা চেয়েছেন কেন্দ্রীয় নেতারা।

সম্পর্কিত পোস্ট