ফের উত্তাল সংসদ, রাজ্যসভার তিন সাংসদকে কক্ষ ছাড়ার নির্দেশ চেয়ারম্যানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষক আন্দোলন নিয়ে উত্তাল হয়েছে রাজ্যসভা। মঙ্গলবার কৃষক আন্দোলন নিয়ে আলোচনার দাবী জানিয়ে রাজ্যসভায় সরব হন বিরোধীরা।

ওয়ালে নেমে বিক্ষোভের পর ওয়াক আউট করেন বিরোধীরা। দফায় দফায় মুলতুবী হওয়ার পর সারা দিনের স্থগিত থাকে লোকসভা এবং রাজ্যসভা।

বিরোধী এবং সরকারপক্ষের মধ্যে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ১০ ঘন্টার পরিবর্তে কৃষক আন্দোলন নিয়ে আলোচনার জন্য অধিবেশনের সময় ১৫ ঘন্টা করা হয়েছে। দুই দিনের জন্য বাতিল করা হয়েছে প্রশ্নোত্তর পর্ব।

আরও পড়ুনঃ কৃষি আইন ইস্যুতে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের

বুধবার সকালে অধিবেশন শুরু হওয়ার পর ফের একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, রাষ্ট্রপতি ভাষণ নিয়ে আলোচনার পরেই এবিষয়ে আলোচনা হবে। বিরোধীদের শোরগোলে সকাল ৯ টা ৪০ অবধি মুলতুবী থাকে রাজ্যসভা।

এরপরেই আম আদমি পার্টি সাংসদরা রাজ্যসভার ভিতরেই শ্লোগান দিতে শুরু করেন। পরে সঞ্জয় সিং সহ তিন সদস্যকে কক্ষ ছাড়ার নির্দেশ দেন চেয়ারম্যান। ওই তিন রাজ্যসভার সংসদের ওপর ২৫৫ রুল জারি করেন তিনি।

পরে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, যেহেতু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে কৃষকদের কথা উল্লেখ রয়েছে তাই এবিষয়ে সংসদে আলোচনা হবে। এর পর থেকে সুষ্টুভাবে আলোচনা শুরু হয়েছে।

সংসদে কৃষি আইন নিয়ে বিস্তর আলোচনার জন্য ৫ ঘন্টা বেশী সময় চান ১৬ টি বিরোধী দলের সদস্যরা। বিরোধীদের এই প্রস্তাবে রাজি হন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সরকারের তরফে তা ১৫ ঘন্টা করা হয়।

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবী আজাদ জানিয়েছেন, সরকারের তরফে বিরোধীদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে, তাই কৃষকদের বিষয়ে আলোচনা হবে। যদি রাষ্ট্রপতির ভাষণের নিয়ে আলোচনার সময় কৃষকদের নিয়ে আলোচনা না হয়ে সেক্ষেত্রে  ফের আলোচনার জন্য সময়সীমা বাড়ানোর প্রস্তাব রাখবেন তাঁরা।

শুক্রবার অবধি সংসদে কোনও প্রশ্নোত্তর প্ররব থাকবে না। এমনকি কোনও সদস্যের বিলে নিয়ে আলোচনা হবে না।

সম্পর্কিত পোস্ট