লকডাউনের পর পরিবর্তন মেট্রো রেলে, টোকেনের বদলে স্মার্ট কার্ডেই জোর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলছে দ্বিতীয় দফার লকডাউন। সরকারিভাবে ঘোষণা না হলেও লকডাউন যে বাড়ছে তা বলাই বাহুল্য।
তবে লকডাউন উঠে যাওয়ার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে মেট্রো রেলে। কলকাতা সহ গোটা দেশের মেট্রোতেই এই পরিবর্তন লাগু হতে চলেছে।
দিল্লি, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুতে মেট্রো পরিষেবা মেলে। এই চারটি মেট্রো শহরেই পরিষেবার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে লকডাউনের পর।
মার্চের ২৫ তারিখ থেকে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে লকডাউনে শিথিলতা আনা হলেও এখনও মেট্রো পরিষেবা চালু করা হয়নি।
দ্বিতীয় সন্তানের মা হলেন সাংসদ অপরূপা পোদ্দার
তবে কিছু নিষেধাজ্ঞা এনে মেট্রো চালু করতে চাইছে কেন্দ্র সরকার। এক রিপোর্টে জানা যাচ্ছে , টোকেন সিস্টেম বন্ধ করতে চাইছে কেন্দ্র। মূলত স্মার্ট কার্ড পরিষেবা চালু থাকবে এবং মেট্রো ব্যবহারকারী সব যাত্রীকেই এই স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। করোনার সংক্রমণ ঠেকাতে এই ব্যবস্থাই চালু করতে চাইছে কেন্দ্র।
জানানো হয়েছে সিঙ্গল জার্নি টিকিট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। এই স্মার্ট কার্ড কিনতে গেলে ডিজিটাল ট্রানজাকশান করা যাবে।
সেক্ষেত্রে টাকা পয়সার লেনদেন করার প্রয়োজন হবে না। তবে প্রতিটি স্টেশনে এই কার্ড ব্যবহার করা যাবে। তাই নো কনট্যাক্ট টিকিট সিস্টেমের জন্য স্মার্ট কার্ড চালু করা জরুরি বলে মনে করছে মেট্রো রেল।