ভারতে আসতে চলছে সস্তার ভ্যাকসিনে কর্বেভ্যাক্স
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সর্বনিম্ন দামে ভারতে বিক্রি হবে কর্বেভ্যাক্স। দুটি ডোজের দাম পড়বে ৪০০ টাকার কম। এই টিকা বানিয়েছে হায়দ্রাবাদের একটি কোম্পানি বায়োলজিকাল ই।
গত বছর বিশ্বের বাজারে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছে এই সংস্থা বায়োলজিক্যাল ই। দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ট্রায়াল চলছে এই মুহুর্তে। ৩০ হাজার কোটি টিকার জন্য অগ্রিম দেড় হাজার কোটি টাকা দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্ট মাস থেকে শুরু হবে ভ্যাকসিনের উৎপাদন৷
ইতিমধ্যেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দুশ্চিন্তা বাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সোমবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষের কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা ২,৮৯,০৯,৯৭৫ জন। করোনার রাশ টানতে চলছে টিকাকরণ। ভারতীয় বাজারে চলছে কোভ্যাকসিন এবং কোভিশল্ডের টিকাকরণ।কোভ্যাকসিনের দুটি ডোজের মূল্য ৮০০ টাকা। কোভিশল্ডের দুটি ডোজের দাম ৬০০ টাকা।
খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে ফাইজার এবং রাশিয়ান কোম্পানি স্পুটনিক ভি। স্পুটনিকের দুটি ডোজের মূল্য ১০০০ টাকার কাছাকাছি।