কর্ণাটক বিস্ফোরণঃ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কর্নাটকের শিবমোগা জেলা। বিস্ফোরণে এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভেঙে গিয়েছে আশপাশের বেশ কিছু এলাকার বাড়ির কাঁচ।
ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে কর্নাটকের বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জিলোটিন স্টিক বহনকারী লরি এবং পাথর খাদানের মালিককে। বৃহস্পতিবার রাতেই কর্নাটকের শিমোগা জেলায় পাথর খনিতে জিলোটিন স্টিক বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘড়িতে তখন রাত সাড়ে ১০টার কাছাকাছি। অনুমান ওই জায়গায় বেশ কিছু ডিনামাইট স্টিক সক্রিয় থাকলেও থাকতে পারে। ফলে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবারো বিস্ফোরণের ঘটনা।
চোখের জলে পদত্যাগ রাজীবের, অরূপ রায়কে কাঠগড়ায় তুলে সরব বৈশালী
সূত্রের খবর, বাড়তে পারে মৃতের সংখ্যা। বিহারের পরিযায়ী শ্রমিকরা ওই পাথর খাদানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বিধায়কের কথায়, বিস্ফোরণ কেন হয়েছে জানা যায়নি। ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা থেকে নমুনা সংগ্রহ করছেন। তাই প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । বিস্ফোরণের পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গিয়েছে রাতে বিস্ফোরণের পর প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে ৮ জন মারা যান। বাকিদের গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রায় কুড়ি কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে বিশেষজ্ঞ মারফত। আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। মৃত ও আহতদের পরিবারের পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা।