দক্ষিণ ২৪ পরগনার কনটেনমেন্ট জোনগুলি পুনরায় নির্ধারণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ‍্যের বেশ কিছু জেলার কিছু কিছু অংশকে আবার নতুন করে কোয়ারেন্টাইন জোনের আওতায় আনা হচ্ছে।

সেই কারণে আগামী কাল অর্থাৎ ৯ জুলাই বিকাল ৫ টা থেকে নির্ধারিত এলাকাগুলিতে দোকানপাট,হাটবাজার,প্রায় সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ‍্য সরকার।

যদিও রাজ‍্যের যে যে জেলায় এই কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে তার অংশগুলো সম্পর্কে বিস্তারিত জানাতেই এদিন নবান্নে মুখ‍্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই উচ্চ পর্যায়ের মিটিংটি হয়। যার তালিকা হাতে পেয়ে এদিন মুখ‍্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণার ডিএম এস পিকে এক হাত নেন।

তিনি দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত কোয়ারেন্টাইন জোনগুলো সম্পর্কে স্পষ্টতই উষ্মা প্রকাশ করে বলেন এই জেলার রাজপুর, সোনারপুর বারইপুর এবং ডায়মন্ড হারবারের পুরসভার বিভিন্ন ওয়ার্ড গুলোকে অনাবশ‍্যকভাবে কোয়ারেন্টাইন জোন হিসাবে দেখানো হয়েছে । যেখানে কোভিড-১৯এর আদৌ কোন কেস সেভাবে দেখা যায়নি।

বাম আমলে শত দুর্নীতি হতো, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল

এক্ষেত্রে জেলা প্রশাসন কোনরকম হোম ওয়ার্ক ছাড়াই ইচ্ছামত এলাকাগুলি খামোকা কোয়ারেন্টাইনের আওতায় এনেছে। যা নিয়ে এদিন তিনি নাম না করেই জেলার ডি এমকে তীব্র ভৎসর্না করেন।

শুধু তাই কোয়ারেন্টাইনের প্রস্তাবিত অঞ্চলগুলো সম্পর্কে পুনঃমুল‍্যায়নের নির্দেশ দেন। এনিয়ে তিনি যারপরনাই বিরক্তি জেলা প্রশাসনের উপর দেখান।

একই সঙ্গে মুখ‍্যমন্ত্রী কোলকাতা,উত্তর ২৪পরগণা ও হাওড়ার নির্ধারিত কোয়ারেন্টাইন জোনগুলো সম্পর্কে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। তিনি এর জন‍্য ওই জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ধন‍্যবাদও দেন।

একই সঙ্গে এদিন মুখ‍্যমন্ত্রী রাজ‍্যে করোনা মোকাবিলায় মাস্ক ব‍্যাবহারে আরো গুরুত্ব আরোপ করে পুলিশকে আরো কঠোর হতে নির্দেশ দেন।

তিনি বলেন,কেউ যদি মাস্ক না পড়ে রাস্তায় বেরোয় তাহলে তাকে তৎক্ষণাত বাড়িতে ফেরত পাঠিয়ে দিতে হবে। এদিন মুখ‍্যমন্ত্রী কোভিড-১৯ এর রোগীদের জন‍্য চিকিৎসারত ডাক্তারবাবুদের সুবিধার্থে আরো কিছু সুযোগ সুবিধার কথা ব‍্যাক্ত করেন।

যা নিয়ে তার বক্তব‍্য কিছু কিছু সংবাদমাধ‍্যম এই আংশিক কোয়ারেন্টাইনকে সার্বিক বলে প্রচার করে মানুষের মধ‍্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।যার নিন্দাও করেন তিনি।

সম্পর্কিত পোস্ট