উৎসব যাপন মসৃণ করতে লাগাতার নজরদারিতে মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কিন্তু এই উৎসবের আবহ যাতে নতুন করে বিপদ ডেকে আনে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। বিশেষ করে যখন এই কঠিন সময়ে একাধিক বিপদের ঝুঁকি মাথায় নিয়েই প্রস্তুতি সাড়া হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তরের তরফে।
সেইমতো একদিকে কোভিড সংক্রমণ প্রতিরোধ অন্যদিকে জঙ্গি হানা এবং তৃতীয়ত খারাপ আবহাওয়ার পূর্বাভাস এই ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত নজরদারি চালাচ্ছে নবান্ন। শনিবার থেকে রাজ্য সরকারি দপ্তরে পূজোর ছুটি শুরু হয়ে গেলেও নিয়মিত নবান্নে আসছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব।
মুখ্যমন্ত্রী ও বাড়ি থেকে নিয়মিত রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করছেন। শারদোৎসবের বাকি দিনগুলোতে রাজ্যের যে কোন প্রান্তে যে কোন সময় জঙ্গী নাশকতা হতে পারে বলে জানিয়ে সব জেলা প্রশাসনকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি এবং স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ষষ্ঠীর সন্ধ্যায় নবান্ন থেকে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। বিশেষ করে বিসর্জনের দিন নাশকতার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় মুখ্যসচিব কে টেলিফোন করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি নবান্নের কন্ট্রোল রুম থেকেও আইন-শৃঙ্খলা সহ কভিড বিধি কতটা মানা হচ্ছে গোটা বিষয়ের উপরেও নজর রাখা হচ্ছে।
আজ সপ্তমীতে আরও ভিড় বাড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসনকে কড়া হাতে অবস্থা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।