রাজ্যের মানুষকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, আসানসোলে সাংবাদিক বৈঠক থেকে তোপ সায়ন্তনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের বিজেপি সরকারের বর্ষপূর্তিতে আসানসোলের গুজরাটি ভবনে এক কর্মী সভায় উপস্থিত হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷
একই সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের সরকারের সাফল্যের খতিয়ান তুলতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রের ইউপিএ সরকারের সময় ৫ বছরে পশ্চিমবঙ্গ সরকারকে ২ লাখ কোটি টাকা দেওয়া হয়েছিলো ৷ সেখানে এনডিএ জমানায় বিগত ৫ বছরে রাজ্য সরকারকে সাড়ে ৪ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে ৷ এরপরেও গত ২১-২২ মার্চে রাজ্য সরকারের জন্যে ১৩০০ কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র সরকার ৷
তাঁর কথায়, এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী ৫৬ হাজার কোটি টাকা বকেয়ার কথা বলছে ৷ অথচ জিএসটি থেকে রাজ্য সরকারের আয় বেড়েছে ৷ রাজ্য সরকার সেনা নামিয়ে আমফান বিপর্যয়ে রাস্তার গাছ কাটায় অথচ আইন শৃঙ্খলার দায়িত্বভার পালন করে সিভিক ভলেন্টিয়ার ৷
সুরক্ষা বিধি মেনে শনিবার থেকেই খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির
তিনি আরও বলেন, কেন্দ্রের সরকার বিগত বছরে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছে ৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির তৈরির ক্ষেত্রেও সদর্থক ভূমিকা গ্রহণ করেছে ৷ দেশের জনঘনত্ব ও জন সংখ্যা বেশি থাকার পরেও কোভিড পরিস্থিতিকে যথেষ্ট দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে কেন্দ্রের সরকার ৷
করোনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, লকডাউন সফল ভাবে পালিত হওয়ায় করোনা সংক্রামিতের সংখ্যা দেশে তিন লাখ, যা তিন কোটিতে পৌঁছাতে পারতো ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে রাজনীতি করছেন ৷ তথ্য লুকানোর চেষ্টা করে যাচ্ছেন ৷ যেখানে বাস্তবিক পরিস্থিতি মহারাষ্ট্রের পরেই রাজ্যের অবস্থান ৷
এদিন সায়ন্তন বসুর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই , নির্মল কর্মকার সহ আরো অনেকে ৷