হাসপাতালের পর এবার বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে লকডাউন হওয়ার পর থেকে বাজার যাতে খোলা থাকে ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যগুলি সাধারন মানুষ যাতে পেতে পারে সেই দিকে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি আজ রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার পোস্তা পরিদর্শনে যান।
সেখানে গিয়ে ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ,তিনি এই নির্দেশ দেন যাতে বাজার বন্ধ না হয়। একইসঙ্গে কোনোরকম জমায়েত ছাড়াই যাতে সুষ্ঠ ভাবে মানুষ জিনিস কিনতে পারে সেদিকে পুলিশকে দৃষ্টি নিক্ষেপের নির্দেশ দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ও অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিংহ।
এরপর তার গন্তব্য ছিল জানবাজার। সেখানে গিয়ে তিনি রাস্তার উপর গোল করে স্থান নির্বাচন করে এঁকে দেখিয়ে দেন, সেই গোলের মধ্যে সাধারন ক্রেতারা কি ভাবে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়াবেন।