ট্যুইট করে দুয়ারে সরকারের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কর্মসূচি শেষ হতে এখনও দিন ১৫ বাকি। কিন্তু তার আগেই টার্গেট পূরণে রেকর্ড গড়ল রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এক মাসেরও কম সময় রাজ্যে বসবাসকারী ১০ লক্ষ তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের কাছে সার্টিফিকেট পৌঁছে গেল।

শুক্রবার ট্যুইট করে ফের সেই সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
এদিন ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো লিখলেন, ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এরপর তিনি কর্মসূচির সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ভোটমুখী বলে সমালোচনা শোনা গিয়েছে নানা স্তরে। সরকারি কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ভোটের আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্যসাথী থেকে রেশন কার্ড, তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের সার্টিফিকেট দেওয়াই ছিল এই কর্মসূচির লক্ষ্য। দু’মাস ধরে রাজ্যজুড়ে একাধিক শিবির করে চলছে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যেই মানুষের মধ্যে সাড়া ফেলেছে সরকারি এই উদ্যোগ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/countdown-begins-vaccination-will-officially-start-from-9-am-on-saturday/

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছিলেন, দেড় মাসের মধ্যে ২ লক্ষ মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে বিভিন্ন পরিষেবায় নাম নথিভুক্ত করেছেন। এই কর্মসূচি বা প্রকল্প সত্যিই যে মানুষের কাজে লাগছে এদিনের টুইটে বিরোধীদের যেন সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট