শীলার ৩ খুদে ব্যাঘ্র শাবককে ছাড়া হল বেঙ্গল সাফারিতে, নামকরণ করবেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা কাটিয়ে বছরের শুরুতেই বেঙ্গল সাফারি পার্কের উপহার রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি শাবক। মায়ের সঙ্গে প্রথমবার সামনে এলো তিন শাবক। দুষ্টমিতে মন ভরালো পর্যটকদের।
বৃহস্পতিবার দর্শক ও পর্যটকদের জন্য প্রকাশ্যে ছাড়া হল বেঙ্গল সাফারির ৩ খুদে ব্যাঘ্র শাবককে। আজ বেঙ্গল সাফারির পঞ্চম ফাউন্ডেশন-ডে তে শীলার ৩ শাবককে খোলা জঙ্গলে ছাড়া হয়। এদিন বনদফতের আধিকারিকরাও বেঙ্গল সাফারিতে উপস্থিত ছিলেন।
সকাল ১০ টা নাগাদ তিন শাবককে ছাড়া হয় সাফারি পার্কে। তবে আপাতত কিছুক্ষণের জন্য খুদে রয়্যাল বেঙ্গল শাবকদের পর্যটকদের জন্য ছাড়া হবে। আগামীতে ধীরে ধীরে তারা জঙ্গলে স্বতন্ত্রে ভাবে ঘোরা শিখলে দিনভর তাদেরকে পর্যটকদের জন্য খোলা জঙ্গলে ছেড়ে রাখা হবে।
বনদফতরের অভিযানে উদ্ধার বিপুল পরিমান বিরল প্রজাতির প্যাঙ্গোলিনের আঁশ
পাশাপাশি বনদফতর সূত্রে জানা গিয়েছে তিন খুদের উপর নজর রাখবেন বনকর্মীরা। এছাড়াও এদিন ফিসিং ক্যাট ও একটি লেপার্ড ক্যাটও পর্যটকদের দেখার জন্য ছাড়া হয়।
উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে তিন শাবকের জন্ম দেয় শীলা। এতদিন তাদেরকে এনক্লোজারে রাখা হয়েছিল। সেখানেই তাদের নজর রাখতেন বনদফতরের কর্মীরা। ৫ মাস বয়স পার হতেই এদের ছাড়া হল জঙ্গলে। তবে এখনও ৩ শাবকের নামকরণ হয়নি।
বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, এরা তিনজনই ছেলে বাচ্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এই শাবকদের নাম দিতে পারেন। এদিন বেশ খোশমেজাজেই দেখা গেল শাবকগুলিকে। তাদের মা শীলার সঙ্গেই তাদের এনক্লোজারে ছাড়া হয়। এদিন তাদের ছাড়া হলেও মায়ের কোল ছেড়ে যেতে চাইছিলনা।
এবিষয়ে বন্যপ্রাণ বিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল বিপিন সুদ জানান, শাবকগুলি বেশ সুস্থ রয়েছে।এখন থেকে তাদের পর্যটকরা দেখতে পাবেন। অন্যান্য বাঘের মতই স্বাভাবিক খাওয়া দাওয়া করছে তারা।ছয়দিন সাফারিতেই তাদের দেখা হবে। তবে সাফারি করলেও কড়া পর্যবেক্ষণে থাকবে তারা। তাদের যাতে কোনও অসুবিধা যাতে না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এখনও এদের নামকরণ করা হয়নি।