ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জেলায় জেলায় উন্নয়নের কাজের তদারকি করবেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে গত কয়েকমাস ধরে বন্ধ জেলাওয়ারি পর্যালোচনা বৈঠক। ফলে উন্নয়নের কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তদারকি করতেন তাও বন্ধ।এই অবস্থায় ভিডিয়ো কনফারেন্সই ভরসা রাজ্যের প্রশাসনিক প্রধানের।
তাই, ফের পর্যালোচনা বৈঠক শুরু করছেন তিনি। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা চার জেলার কুড়িটি দফতরকে নিয়ে জেলাওয়ারি পর্যালোচনা বৈঠক করবেন তিনি।
উল্লেখ্য, সাধারণত তিনি নিজেই মন্ত্রী আর আমলাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করতে চলে যেতেন জেলায় জেলায়। সেখানে বসেই শুনতেন অভাব অভিযোগের কথা। দিতেন নির্দেশও। আধিকারিকদের কাজ দেখে পছন্দ হলে প্রশংসা করতেন, পছন্দ না হলে প্রকাশ্যেই তিরস্কার করতেন।
একই হাল হত দলের নেতাদেরও। কেউ পেতেন পুরস্কার, কেউ বা তিরস্কার। কিন্তু করোনাকালে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক সভা করা কার্যত অসম্ভব। তাই নবান্নে বসেই ভিডিয়ো কনফারেন্সই ভরসা মুখ্যমন্ত্রীর। তাতেই ভর দিয়ে চলছে এখন রাজ্য প্রশাসন।
এবার সেই ভিডিয়ো কনফারেন্সের দৌলতেই আবারও শুরু হতে চলেছে জেলাওয়াড়ি পর্যালোচনা বৈঠক। প্রতিটি বৈঠকেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাতভর গুলির লড়াই, খতম ৩ জঙ্গি, শহীদ ১ জওয়ান
জানা গিয়েছে, প্রথম ধাপে দু’দিন ধরে ন’টি জেলার প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। কুড়িটি দফতরকে নিয়ে বৈঠকে যোগ দেবে চার জেলা – হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। পরের ধাপে থাকছে পাঁচটি জেলা – পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। মুখ্যসচিব ছাড়াও কুড়িটি দফতরের প্রধান সচিব, সচিবরাও নবান্নের ওই বৈঠকে যোগ দেবেন।
গত ৫ মাসে মুখ্যমন্ত্রী একাধিকবার একসঙ্গে সব জেলাকে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেছেন। জেলার খুঁটিনাটি বিষয় জেনে পদক্ষেপও নিয়েছেন। তবে জেলার প্রশাসনিক রিভিউ মিটিং মহামারীর কারণে গত পাঁচ মাস ধরে বন্ধ ছিল। সেই রিভিউ মিটিংই ফের শুরু হচ্ছে।
সংকটকালীন পরিস্থিতিতে জেলাগুলিতে বিভিন্ন দফতরের কাজ কেমন হয়েছে, এই বৈঠকে সেই খতিয়ান তুলে ধরবেন জেলাশাসকরা। বৈঠকে যোগ দেবেন বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, এসডিপিও, আইসি ও ওসিরা।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই মুখ্যমন্ত্রীর এই ভারচুয়াল বৈঠক হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে,রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক পুস্তিকা তৈরির নির্দেশ দেওয়া হতে পারে। মানে কোন বিধানসভা কেন্দ্রের জন্য রাজ্য সরকার কী কী করেছে।