পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধিনিষেধ পালনের নির্দেশ মুখ্যসচিবের

দ্য কোয়ারি ডেস্ক: করোনা অতিমারির সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সার্বিক টিকাকরণে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দীঘা ও দার্জিলিং-র মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কঠোর বিধি নিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার সমস্ত জেলা শাসকদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ন’দফার নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে জনবহুল স্থানে মাস্ক ব্যবহার, অত্যাধিক জনসমাগম রুখতে প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। দীঘা দার্জিলিং এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অনিয়ন্ত্রিত জনসমাগম আটকাতে প্রশাসনকে কঠোর বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি পদপ্রার্থী শরদ পাওয়ার? প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘ বৈঠকে তুমুল জল্পনা

প্রয়োজনে আইসিডিএস এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করে জনবহুল স্থান এবং পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রচার করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই দীঘা তাজপুর মন্দারমনির মত সৈকত কেন্দ্রে পাহাড় এবং ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গুলিতে ছুটি কাটাতে গেলে করোনা টিকার দুটি ডোজ অথবা rt-pcr টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে শহর ও ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় সার্বিক টিকাকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজার এলাকায় সচেতনতা প্রচার কর্মসূচিতে বাজার কমিটি গুলিকে শামিল করতে বলা হয়েছে। কোভিডের প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে মৃত্যুসংখ্যা যতদূর সম্ভব হাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিব জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট