হাওড়ার সবকটি ওয়ার্ডে একইদিনে নির্বাচনে রাজি নয় কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বালির (Bally) পুর এলাকাকে ফের একবার হাওড়া পুরনিগম (Howrah Municipl;aity) থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। সোমবার বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। শুক্রবার তা প্রস্তাব আকারে তা রাজ্য বিধানসভায় পেশ করা হবে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন।

এদিকে বালি পুরসভা হাওড়ার পুরনিগম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওই ১৬ টি ওয়ার্ডে আপাতত ভোট হচ্ছে না বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট হলেও, হাওড়া পুরসভার সব কটি ওয়ার্ডে হবে না নির্বাচন।

কমিশনের তরফে জানানো হয়েছে হাওড়ার মোট ৬৬ টি ওয়ার্ডের মধ্যে ৫০টি ওয়ার্ডে ১৯ ডিসেম্বর পুর নির্বাচন হবে। বাকি ১৬ টি ওয়ার্ড নিয়ে আলাদা করে বালি পুরসভা গঠিত হবে। সেখানে কবে ভোট হবে তা পরে স্থির করা হবে।

রাজ্যের যে কোন জেলাতেই শিল্পপার্ক, নয়া সিদ্ধান্ত মমতার

আগামী শুক্রবার ১২ ই নভেম্বর কলকাতা উত্তর ও দক্ষিণ এবং হাওড়া জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য আধিকারিকরা বৈঠকে বসছেন। সেখানে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের প্রস্তুতি ও কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

এদিকে আজই রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবে সায় দিয়ে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন পুর ও নগরন্নয়ন দপ্তর কে চিঠি দিয়ে জানিয়েছে ।

সম্পর্কিত পোস্ট