যন্তরমন্তরে সাম্প্রদায়িক স্লোগান, প্রধানমন্ত্রীকে নিশানা মিম প্রধানের

দ্য কোয়ারি ডেস্ক: “হিন্দুস্তান মে রেহেনা হোগা, জয় শ্রী রাম কেহেনা হো গা”। রবিবার এমনই শ্লোগান উঠল দিল্লির যন্তরমন্তরের সামনে। সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কয়েক কিলোমিটার দূরত্বে একটি প্রতিবাদ স্থল থেকে এমনই সাম্প্রদায়িক স্লোগান ধরা পড়েছে নেট দুনিয়ায়।

তা ভাইরাল হতেই মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ ওই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজকদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়।

বিতর্কের মুখে যন্তর মন্তরে গেরুয়াবাহিনীর বিদ্বেষমূলক স্লোগানকাণ্ডে পদক্ষেপ দিল্লি পুলিশের। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সমেত ৬ জনকে আটক। সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি।

যদিও অশ্বিনী উপাধ্যায় জানান ভিডিও ভাইরাল হয়েছে তিনি জানেন না। হয়তো পাঁচ থেকে ছয় জন এই শ্লোগান দিয়েছেন, তবে তার মতে এটা একেবারেই উচিত হয়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে কয়েকজন মিছিল থেকে রাম রাম স্লোগান তুলেছেন। মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সন্ত নরসিংহনন্দ সরস্বতীকে। অতীতে আগেও তিনি এই বিদ্বেষমূলক ভাষণের জন্য বিতর্কে জড়িয়েছেন।

বিষয়টি নিয়ে সোমবার লোকসভা অধিবেশনের সোচ্চার হয়েছেন মিমের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কুড়ি মিনিটের দূরত্বে মুসলিম বিরোধী স্লোগান ওঠা সত্ত্বেও স্থানীয় প্রশাসন চুপ । কিন্তু কেন?

নরেন্দ্র মোদিকে বিঁধেই এই প্রশ্ন তোলেন তিনি। দুষ্কৃতীদের মধ্যে সাহস বাড়ার কারণ একমাত্র মোদি সরকার জানে। একথাও সংসদে দাঁড়িয়ে বলেন তিনি।

সম্পর্কিত পোস্ট