কংগ্রেসের ইশতেহারের নারী নিরাপত্তায় জোর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেস, সিপিএম ও বিজেপির ইস্তাহার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৷ এবার প্রকাশিত হল কংগ্রেসের ইস্তাহার ৷ সেখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা থেকে স্থিতিশীল উন্নয়ন-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷
সোমবার দুপুরে কলকাতার বিধানভবনে কংগ্রেসের তরফে ইস্তাহার প্রকাশ করা হয় ৷ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ ইস্তাহার প্রকাশের পর তিনি তাঁদের প্রতিশ্রুতির আটটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেন ৷
তিনি জানান,
- পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে কংগ্রেস এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ৷
- মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করবে ৷ বাংলার বাসিন্দাদের সামাজিক সুরক্ষা দেওয়া হবে ৷
- শিল্পের প্রসার ঘটানো হবে ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে ৷ কৃষকদের উন্নয়ন করা করা হবে ৷
- রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতির মান উন্নত করা হবে ৷
- পাশাপাশি দান খয়রাতির রাজনীতি বন্ধ করা হবে ৷
- আর পশ্চিমবঙ্গে উন্নয়নের পরিস্থিতিকে স্থিতিশীল করা হবে ৷
- এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে কংগ্রেসকে আরও পরামর্শ দিতে পারে সেই কারণে একটি পোর্টালও করা হয়েছে বলে এদিন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷
ভোটের মুখে বর্ধমান শহরে বিস্ফোরণে মৃত এক শিশু
তাঁর আশা, এবার রাজ্যে পরিবর্তন হবেই ৷ আর বাংলার যে মানুষেরা পরিবর্তন চাইছেন, তাঁরা সকলে ভোট দেবেন সংযুক্ত মোর্চাকে ৷
উল্লেখ্য, তৃণমূল ও বিজেপি তাদের ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে ৷ বিশেষ করে মহিলাদের জন্য আলাদা আলাদা করে দুই দলই প্রতিশ্রুতি দিয়েছে তাদের ইস্তাহারে ৷
তবে কংগ্রেসের ইস্তাহারে সেই রকম কোনও প্রকল্প ভিত্তিক প্রতিশ্রুতি নেই বলেই জানা গিয়েছে ৷