প্রয়াত প্রদেশ সভাপতিকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করল কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘ই-বুক’ আকারে প্রকাশিত হল ‘কংগ্রেস বার্তা’র ‘সোমেন মিত্র সংখ্যা’। প্রদীপ ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী, দেবপ্রসাদ রায়,কুমুদ ভট্টাচার্য, জয়ন্ত ভট্টাচার্য, মোস্তাক আলম, শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, আব্দুস সাত্তার সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্বের পাশাপাশি সোমেন মিত্রের স্মরণে কলম ধরেছেন ডা.সূর্য কান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্যের মতো বামপন্থী নেতৃত্বও।

জননেতার স্মৃতি চারণ করেছেন সাংসদ সৌগত রায়, প্রাক্তন সাংসদ দেবী ঘোষালও। এছাড়াও এখানে কবি, সাংবাদিক, শিল্পোদ্যোগী এবং ক্রীড়া জগতের পরিচিত গুণীজনেরাও খোলামেলা আলোচনা করেছেন সোমেন মিত্রকে নিয়ে।

নাগাড়ে দাম বাড়ছে, আলুর মূল্য নিয়ন্ত্রণই এখন চিন্তার বিষয়

প্রয়াত সভাপতির ইচ্ছা ছিল, ‘কংগ্রেস বার্তা’ র ডিজিটাল সংস্করণ ‘ই-পত্রিকা’ রূপেও প্রকাশিত হোক। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবং প্রয়াত জননেতার সময়োচিত ভাবনাকে বাস্তবায়নের লক্ষে ‘কংগ্রেস বার্তা’ পথ চলা শুরু করল।

এই বিশেষ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে পুরো কংগ্রেস পরিবারের সকলের সহযোগিতা পেয়েছি, দলীয় বৃত্তের বাইরে সোমেন মিত্রের অসংখ্য অনুরাগীও সহযোগিতার হাত বাড়িয়েছেন নির্দ্বিধায়।

সম্পর্কিত পোস্ট