এয়ার পড ব্যবহার করে করোনা রোগী কলকাতা থেকে গেলেন চেন্নাই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের আগমনে ক্ষতি হয়েছে প্রচুর। মানুষকে হারাতেও হয়েছে অনেক। তবে এই সময়ে চিকিত্সা বিজ্ঞান ও গবেষণায় বেশ কিছু বড় অগ্রগতিও দেশে হয়েছে যা কখনই অস্বীকার করার নয়।
সোমবার দেশে প্রথম কোনও কোভিড আক্রান্ত রোগীকে এয়ার পডে করে বিমান যোগে এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত করা হল।
সোমবার ৫৮ বছরের এই করোনা আক্রান্ত ব্যক্তিকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে। তিনি ভেন্টিলেটরে ছিলেন।
তবে চিকিত্সকদের নতুন আবিষ্কৃত স্বনির্ভরশীল একটি টানেল আকৃতির এয়ার পডের মধ্যে রাখা হয়েছিল তাঁকে। ফলে সুরক্ষার জন্য একপ্রকার আচ্ছাদনের মধ্যে ঢেকে রইলেও রোগীকে দেখতে কোনও সমস্যা হয়নি চিকিত্সকদের।
করোনা আক্রান্ত রোগীদের বিমানে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হল পাইলট এবং অন্য চিকিত্সা কর্মীদের সংক্রমণের ভয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/will-there-be-no-complete-lockdown-in-the-state-after-saturday/
তবে জার্মান প্রযুক্তির তৈরি এই এয়ার পডের ভিতরে এমন একপ্রকার বায়ুর চাপ তৈরি হয় যা ভাইরাসকে বিমানের ভেতর ছড়াতে দেয় না।
অত্যাধুনিক প্রযুক্তির এই এয়ার পড ব্যবহারে খরচও অবশ্য প্রচুর। এর দাম প্রায় ২০ লক্ষ টাকার মতো বলে জানিয়েছেন চিকিত্সকরা।
এই এয়ার পডের ব্যবহার ও এর কার্যকারিতা সম্পর্কে ডাঃ রাহুল সিং সর্দার জানিয়েছেন, ‘এই পড রোগীর সঙ্গে থাকা চিকিত্সক দল এবং পাইলটদের জন্য একেবারে নিরাপদ।
চিকিত্সকরা ওই রোগীকে একদিন আগেই স্থিতিশীল করেছিলেন এবং যতক্ষণ না চেন্নাইয়ের হাসপাতালে পৌঁছেছেন ততক্ষণ এয়ার পড থেকে বের হননি রোগী।