রাজ্যে কমল কোভিড টেস্টের খরচ, আমজনতার সুবিধার্থে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আরও কমে গেল বেসরকারী ক্ষেত্রে কোভিড টেস্টের খরচ। এতদিন পর্যন্ত বেসরকারি সংস্থা বা বেসরকারি হাসপাতাল থেকে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে খরচ হত ১২৫০ টাকা। সাধারণ মানুষের কথা ভেবে এই খরচ এবার ৯৫০ টাকায় বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার।

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা বিনামূল্য়ে হয়। কিন্তু বেসরকারি ক্ষেত্রে  তা নয়। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এবার ৯৫০ টাকার বিনিময়ে করা যাবে করোনা পরীক্ষা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bengal-will-make-a-mark-in-employment/

করোনা সংক্রমণের শুরুতে বেসরকারি হাসপাতালগুলিতে করোনা পরীক্ষা করতে খরচ ধার্য করা হয়েছিল ৪৫০০ টাকা। কিন্তু পিপিই কিট ও অন্যান্য খরচ মিলিয়ে লাগত ৫৫০০ বা ৬৫০০ টাকা।

এরপর করোনা পরীক্ষা নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়তেই খরচে রাশ টানে সরকার। খরচ কমিয়ে আনা হয় ৩৫০০ টাকায়। পরে আবারও খরচ কমানো হয়। এবার ২২০০ টাকায় পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হয়।

প্রায় মাস দুয়েক আগে ফের সেই খরচ কমিয়ে ১৫০০ টাকা করা হয়। পরে তা ১২৫০ টাকা হয়। আজ আরও একবার খরচ কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল সরকার।

এর আগে দিল্লি সরকারও করোনা পরীক্ষার খরচ কমিয়ে ৮০০ টাকা করা হয়েছে। মঙ্গলবার ওড়িশা সরকারও করোনা পরীক্ষার খরচ কমিয়ে ৪৫০ টাকা করে দেয়। প্রতিবেশি রাজ্যের পরেই পশ্চিমবঙ্গ সরকারও করোনা পরীক্ষার খরচ কমিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিল।

সম্পর্কিত পোস্ট