খবর পরিবেশনে নিয়ন্ত্রণ থাকা দরকার, দিশা রবির মামলায় সতর্ক করল আদালত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রেটা থুনবার্গের ‘টুলকিট’ শেয়ার করার জন্য গ্রেফতার করা হয় দিশা রবিকে। দিল্লি পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন দিশা রবি। শুক্রবার দিশা রবির বিরুদ্ধে খবর পরিবেশন করার জন্য তিন সংবাদমাধ্যমকে সতর্ক করে দিল্লি হাইকোর্ট।

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ারের পরেই দিল্লি পুলিশের রোশের মুখে পড়েন দিশা। ১৩ তারিখ ব্যাঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদিন বিচারপতি প্রতিভা এম সিংহের এজলাসে চলে মামলা।

হাইকোর্টের তরফে জানা গিয়েছে, এই সংক্রান্ত খরব পরিবেশনের সময় চাঞ্চল্য ছড়ানোর চেষ্টা সংবাদমাধ্যমের একাংশ। আদালতের তরফে জানানো হয়েছে, সংবাদমাধ্যম যেভাবে সূত্রের নাম প্রকাশ করতে পারে না। তেমনই তাঁদের তথ্য নির্ভুল হতে হবে।

এদিন আদালতে দিশা দাবী করেন, তাঁর হোয়াটসঅ্যাপের একাধিক তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করছে দিল্লি পুলিশ। আর সেগুলিকে সংবাদমাধ্যমে পরিবেশন করা হচ্ছে।

যদিও দিশার রবির অভিযোগ অস্বীকার করেছে তদন্তকারী বিভাগ। দিল্লি পুলিশকে সতর্ক করেছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির অধিকারকে খর্ব করা উচিত নয়।

আরও পড়ুনঃ শাহের সফরের মাঝেই কেন্দ্রের কড়া সমালোচনা ব্রাত্য বসুর

খবর পরিবেশনের সময় সম্পাদকদের আরও নিয়ন্ত্রণ হওয়ার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে সংবাদমাধ্যমের পরিবেশিত খবরের কারণে তদন্তে কোনও প্রভাব যাতে না পড়ে সেই নির্দেশ দেন তিনি।

এদিন দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, যে কথাবার্তার কথা আদালতে বলা হচ্ছে তা ৩ ফেব্রুয়ারির। ১৩ তারিখ দিশাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দিশা এই তথ্য দিয়েছেন, তাই এখন দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

একইসঙ্গে দিল্লি পুলিশের বিরুদ্ধে এধরনের অভিযোগ আনার জন্য দিশা রবিকেও সতর্ক করেছেন বিচারপতি প্রতিভা এম সিংহ।

সম্পর্কিত পোস্ট