পাড়ায় পাড়ায় সমাধান- ৩১ জানুয়ারির মধ্যে ১২০০ টি কাজকে শেষের সিদ্ধান্ত রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাড়ায় পাড়ায় সমাধান’-এ পড়েছিল নানা অভিযোগ, নানা প্রস্তাব। ছিল নানান চাহিদাও। ঝাড়াই বাছাই করে ১২০০ টি কাজকে ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিল প্রশাসন।

রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে সরকারের’ পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নামে একটি কর্মসূচি চালু করে ৷ বিধানসভা ভোটের আগে প্রশাসনকে আমজনতার আরও কাছে পৌঁছে দিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি জানান, ‘দুয়ারে সরকার’ প্রকল্প থেকে দারুণ সাড়া পাওয়ার পরেও নাগরিকদের নিজস্ব এলাকায় অনেক ছোট ছোট সমস্যা থাকে। যার জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ এই ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যেই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ ৷ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে৷

এই কর্মসূচির প্রথম দফা শেষ হচ্ছে শুক্রবার।প্রশাসনের তরফে কর্মসূচি রাজ্যের ৩৪২ টি ব্লকে এক লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে। সঙ্গে রয়েছে হাজারো বক্তিগত চাহিদা ও আবদার।

মূলত এমন চাহিদা যা সামগ্রিকভাবে অনেক মানুষের উপকার হবে এমন ১২০০ অভিযোগকে বেঁছে নিয়ে ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করার লক্ষমাত্রা দেওয়া হল।

জানা গিয়েছে পাড়ায় পড়ায় সমাধান এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি মানুষের দরজায় পৌঁছনোর লক্ষ্য ছিল রাজ্য সরকারের। ইতিমধ্যেই তা সিংহভাগ মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-extra-work-5-districts-in-west-bengal/

তবে যেহেতু ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। তার পরেই বিধানসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে। ফলে তখন নতুন করে কোনও কাজ শুরু করতে গেলে নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে তা পড়তে পারে।

আর সেকারণেই প্রথম দফার অভিযোগ গুলি থেকে ১২০০ কাজ বেছে নিয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে।পরবর্তী ধাপের অভিযোগ থেকেও দ্রুত ওর্য়াকঅর্ডার জারি করতে পারে রাজ্য সেক্ষেত্রে তা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই জারি করা হতে পারে।

রাজ্যের এক শীর্ষ আধিকারিকের কথায়, মানুষের এই অভিযোগকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখছে সরকার। হাতে সময় কম, করোনার কারণে দীর্ঘদিন সরকারি কাজ আটকে ছিল। সামনে নির্বাচন তখন আবার থমকে যাবে উন্নয়নের কাজ। তাই আগে থেকেই তার প্রস্তুতি শুরু করল রাজ্য।

সম্পর্কিত পোস্ট