লাল ও নীলবাতির গাড়ি ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে ফের নির্দেশিকা জারি পরিবহন দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাল ও নীলবাতির গাড়ি ব্যবহার করে ভুয়ো সরকারি আধিকারিক সেজে প্রতারণার সাম্প্রতিক কয়েকটি ঘটনা সামনে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। পরিবহন দফতর এই ধরনের গাড়ি ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে ফের নির্দেশিকা জারি করেছে।
পরিবহন দপ্তরের তরফের কলকাতা ও রাজ্য পুলিশের কাছে সেই নির্দেশিকাসহ গাড়িতে লালবাতি ও নীল বাতি ব্যবহার করতে পারেন এরকম ব্যক্তিদের বিস্তারিত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা কোন রঙের বাতি লাগানো গাড়ি চড়তে পারবেন তাও উল্লেখ করা হয়েছে।
এই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোট ১৯ ধরনের পদাধিকারীরা তাঁদের গাড়িতে কী ধরনের বাতি ব্যবহার করতে পারবেন তা বলা হয়েছে। বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলা হয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, রাজ্যের পূর্ণমন্ত্রী, বিরোধী দলনেতা এবং হাইকোর্টের বাকি বিচারপতিরা ফ্ল্যাশ-সহ লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন।
করোনার প্রবল সংক্রমণ বাংলাদেশে, ঈদ পালনে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ হাসিনার
দ্বিতীয় তালিকায় রয়েছেন তাঁরা যাঁরা কেবল লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করবেন, কিন্তু সেই বাতিতে কোনও ফ্ল্যাশলাইট থাকবে না। এই তালিকায় রয়েছেন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা। এ বাদে বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা শহরের মেয়র এবং রাজ্য সরকারের মুখ্যসচিব এই গাড়ি ব্যবহার করতে পারবেন।
তৃতীয় তালিকায় থাকা পদাধিকারীরা ফ্ল্যাশলাইট লাগানো নীলবাতি গাড়ি ব্যবহার করবেন। এই তালিকায় সংসদের সচিব, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল, রাজ্যের নির্বাচন কমিশনার-সহ রাজ্যের একাধিক কমিশনের চেয়ারম্যান রয়েছেন।