দুই কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজোর আগে রাজ্যের বকেয়া নির্বাচন মিটিয়ে ফেলার দাবি জানিয়েছিল তৃণমূল৷ সেটাই হতে চলেছে ৷ দুই কেন্দ্রের নির্বাচন ও ১ কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।

ভবানীপুরে ৩০ সেপ্টেম্বর ভোট। ওইদিনই নির্বাচন হবে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে। ৩ অক্টোবর তিন কেন্দ্রের ভোট গণনা। চলতি মাসে ১৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷

রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দুটি কেন্দ্রে নির্বাচন বকেয়া রয়েছে৷ কিন্তু কমিশন কেবলমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনর দিন ঘোষণা করেছে৷ বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচন কবে হবে সে বিষয়ে এখনি সিদ্ধান্ত হয়নি৷

তবে ওই দিনই ভবানীপুরের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও নির্বাচন হবে৷ করোনায় প্রার্থীর অকাল মৃত্যুর কারণে ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত রেখেছিল কমিশন ৷ সেই দুটি কেন্দ্রে এবার ভোট হবে।

তবে ভবানীপুুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলেও বাকি দুুই কেন্দ্রে তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে উন্মাদনা।

সম্পর্কিত পোস্ট