মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য প্রকাশিত হওয়ায় আপত্তি নির্বাচন কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছিল মাদ্রাজ হাইকোর্ট। গোটা বিষয়টি নিয়ে পর্যবেক্ষনে খুনির সঙ্গে তুলনা করেছিল আদালত। আদালতের তরফে করা মন্তব্য সংবাদমাধ্যমে আসার পর থেকেই তাতে আপত্তি জানালো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, আদালতের তরফে করা মন্তব্য সংবাদমাধ্যমের আসার পরেই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আদালতের পর্যবেক্ষনের সময় বিচারপতিদের মৌখিক বক্তব্য সংবাদমাধ্যমের রিপোর্টে আসা অনভিপ্রেত।
আরও পড়ুনঃ মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে দেদার বিকোচ্ছে নকল রেমিডিসিভির, গ্রেফতার ৫
সোমবার দেশজুড়ে কোভিড পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে দুষেছিল মাদ্রাজ হাইকোর্ট। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অতিমারির মধ্যে রাজনৈতিক নেতারা বিধিনিষেধ মানেননি। কমিশন কার্যত নীরব দর্শকের ভুমিকা পালন করেছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
কমিশনকে কার্যত ভৎসোনা করে বিচারপতি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য আপনারা দায়ী। আদালতের নির্দেশ অমান্য করে জনসভা এবং পদযাত্রা হয়েছে। আপনাদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। আদালতের তরফে আরও বলা হয়, মানুষের বেঁচে থাকাটা আগে। বেঁচে থাকলে তবেই মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার পালন করতে পারবে। যা দ্রুত সংবাদমাধ্যমে সায় চরম আপত্তি জানায় নির্বাচন কমিশন।
বিচারপতিদের মৌখিক মন্তব্য সংবাদমাধ্যমে আসা অনভিপ্রেত। একমাত্র লিখিত মন্তব্য প্রকাশ্যে আসা উচিত বলে জানিয়েছে কমিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক নেতারা দায়ী বলে জানিয়েছেন তিনি।