PAC চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই হয়েছে, বিরোধীদের পাল্টা জবাব স্পিকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। মঙ্গলবার বিরোধী বিজেপির আট জন বিধায়ক বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। পরীক্ষা করে দুই একদিনের মধ্যে সব জানানো হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত আগামী শুক্রবার বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে অধ্যক্ষ যে বৈঠক ডেকেছেন তার আগেই বিজেপি বিধায়করা এই পদ থেকে ইস্তফা দিলেন।

এই প্রসঙ্গে অধ্যক্ষ জানান তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতি কাছেও অভিযোগ জানাতে পারেন। লোকসভায় যে উপাধ্যক্ষ নির্বাচন হচ্ছে না সেটা নিয়ে কি বিজেপি দাবি তুলবে সেই প্রশ্নও তুলেছেন তিনি।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না ? সাহায্য করবে খাদ্য দপ্তর

নির্বাচনের পর থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। রাজ্যের একাধিক জায়গার হিংসার ঘটনার উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কারণে একাধিক বিজেপি নেতা ঘরছাড়া। মৃত্যু হয়েছে একাধিক কর্মীর। নির্বাচনের পরেও ঘরছাড়া বহু কর্মী।

এই ইস্যুতেই বিধানসভার একাধিক বৈঠক বয়কট করেছেন শুভেন্দু অধিকারীরা। কেন্দ্রের কাছে নালিশ জানানোর পর রাজ্যে উপস্থিত হয়েছে জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দল। সারা রাজ্য ঘুরে ৫ টি মুখবন্ধ বাক্সে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দেন প্রতিনিধি দল।

শুধুমাত্র বিধানসভায় নয়, লোকসভাতেও একই ইস্যুতেই তৃণমূলকে কোণঠাসা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তাই এবার দেশের প্রধানের কাছে উপস্থিত হয়ে নালিশ জানাতে চাইছেন গেরুয়া শিবিরের নেতারা।

সম্পর্কিত পোস্ট