জেলায় সংক্রমন রুখতে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে জোর রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার পাশাপাশি সব জেলায় করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সব জেলাশাসকদের এই বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময়সীমা যাতে পেরিয়ে না যায় তাই এই নির্দেশ।
করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে, এইভাবে যদি কমতে থাকে তাহলে বিধি নিষেধের ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হবে। তাই এদিন মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়ে দেন, করোনা সংক্রমণের হার কমলেও করোনা বিধি মানা নিয়ে কোথাও নমনীয় ভাব দেখানো চলবে না।
সাধারণ মানুষ যাতে কঠোরভাবে করোনা বিধি নিষেধ মেনে চলেন, তা দেখতে হবে। বিশে্য করে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে নিমন্ত্রিতদের সংখ্যা কোনওভাবেই যেন নিয়মের বাইরে না যায় তা দেখতে হবে। জঙ্গলমহল এলাকার দুই জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে করোনা সংক্রমণ সামান্য বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্য সচিব।
আজই জানা যাবে পিএসি-র চেয়ারম্যানের নাম
এই দুই জেলা প্রশাসনকে সংক্রমণ বাড়ার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। এদিন রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র, কলকাতা পুরসভার আধিকারিকরা ছিলেন। কলকাতা ও উত্তর ২৪ পরগণার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যসচিব।