কাঙ্খিত কক্ষপথে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল ইসরোর EOS-03 স্যাটেলাইট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্যর্থ ইসরোর (ISRO) নয়া প্রচেষ্টা। যান্ত্রিক গোলযোগে কাঙ্খিত কক্ষপথে পৌঁছাতে পারল না ইসরোর EOS-03 স্যাটেলাইট। বৃহস্পতিবার ভোর ৫ টা বেজে ৪৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উত্‍ক্ষেপন করা হয় EOS-03 নামের একটি উপগ্রহ।

GSLV-F10 রকেটের মাধ্যমে পৃথিবীর জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহকে স্থাপনের উদ্দেশ্য ছিল ইসরোর। এই আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট উত্‍ক্ষেপণের সঙ্গে সঙ্গেই টুইট বার্তায় দেশবাসীকে বিষয়টি জানায় ইসরো।

করোনার ওষুধ মিলবে দেশে, আসছে চলতি বছরেই

মূলত সুনামি, মেঘভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের খবর সঠিকভাবে আগেভাগে পাওয়ার জন্যই ইসরোর এই উপগ্রহ প্রেরণ। যান্ত্রিক গোলযোগের কারণেই উপগ্রহটি পৃথিবীর কক্ষপথ পর্যন্ত যেতে পারেনি।

কিছু সমস্যা এবং যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার ফলে ভেঙে পড়ে স্যাটেলাইটটি। অভিযান ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই এক টুইট বার্তায় বিষয়টি প্রকাশ্যে আনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরোর এই স্যাটেলাইট পাঠানোর কথা ছিল চলতি বছরের এপ্রিল বা মে মাসে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে অগস্ট মাসে এই স্যাটেলাইট পাঠানোর ব্যবস্থা করা হয়।

সম্পর্কিত পোস্ট