দ্বিতীয় দিনেও চূড়ান্ত হয়রানি, বারাসাতে চালু বেসরকারী বাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চতুর্থ লকডাউনের পর আনলকের প্রথম পর্যায়ে প্রবেশ করেছে দেশ। রাজ্যে চালু হয়েছে সরকারি বাস। কয়েকটি জায়গায় নামমাত্র বেসরকারী বাসের দেখা মিলেছে।
রাজ্য সরকার ৮ জুন থেকে অফিসে হাজিরা সংক্রান্ত নতুন নির্দেশ জারি করার কথা বললেও, ১ জুন থেকেই রাস্তায় রাস্তায় অফিসযাত্রীদের ভিড় চোখে পড়ার মত। সেই সঙ্গে চোখে পড়ল করোনা-সতর্কতার তোয়াক্কা না করে সোশ্যাল ডিসট্যান্সিং উপেক্ষা করে মানুষের জটলার ছবি। সেটা হয়ত কিছুটা নিরুপায় হয়েই।
একই ছবি ছিল প্রথমদিন বারাসাতেও। অবশেষে আনলকিং ওয়ানের দ্বিতীয় দিনে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত তিতুমীর বাস টার্মিনাল থেকে একে একে বেসরকারী বাস চলতে শুরু করল। উত্তর চব্বিশ পরগনা আই এন টি টি ইউ সি জেলা সভাপতি তাপস দাসগুপ্ত , উত্তর চব্বিশ পরগনা আরটিও বোর্ড মেম্বার গোপাল শেট ,আর টিও বারাসাত অনন্ত সরকার সহ একাধিক সরকারি আধিকারিকের উপস্থিতে বেসরকারী বাস চলতে শুরু করলো মঙ্গলবার সকাল থেকে। প্রত্যেক যাত্রীকে সোশাল দূরত্ব বজায় রেখে ও সানিটাইজ করে বাসে তোলেন কিছু বেসরকারি বাস। তবে সব বেসরকারী বাস চালু হয়নি। যেগুলি চলছে তাতে কুড়ি জন করে যাত্রী একেকবারে যেতে পারছেন।
আনলকের পয়লা দিনেই এয়ারপোর্ট এলাকায় ধরা পড়েছিল যাত্রী হয়রানির ছবিব। দ্বিতীয় দিনেও ব্যতিক্রম হল না। এরপর বাড়তি অশান্তি ট্রাফিক জ্যাম। আড়াই নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের সংযোগস্থলে ব্যাপক যানজট দেখা গেল। এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে বাসের অপেক্ষায় যাত্রীদের সুদীর্ঘ লাইন।