প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

এরমধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার এবং মহিলা ভোটার ৩ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১২৪২। নতুন ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৯৪ হাজার ৭৯৯। 

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল আজ। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৬৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৩৯ লক্ষ ১৮ হাজার ১২৪।

এরমধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার এবং মহিলা ভোটার ৩ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১২৪২। নতুন ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৯৪ হাজার ৭৯৯।

দক্ষিণ ২৪ পরগণার জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৬ই মার্চ। গঙ্গাসাগর মেলার জন্য ঐ জেলায় চূড়ান্ত ভোটার তালিকা সংশোধনের কাজ কিছুদিন বন্ধ রাখা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন, নতুন ভোটার তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা মোট ভোটারের  ৩ শতাংশ।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক স্বাস্থ্য ফেরাতে নির্মলার দাওয়াই ইজ ৩.০

উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দেওয়া হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, সব ভোটগ্রহণ কেন্দ্রে এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এই তালিকার ভিত্তিতেই পুর নির্বাচন হবে।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক ওরফে জেলাশাসক রশ্মি কমল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন।

পরে স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তিনি তুলে দেন।

পশ্চিম মেদিনীপুর জেলাতে, ১লা জানুয়ারি ২০২০, হিসেবে মোট ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ৫৬ হাজার ৫৩৬। ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত হয়েছে ৯৫ হাজার ৬৮৯ জনের এবং নাম বাদ পড়েছে ২৩ হাজার ৯৭৯ জনের।

আরও পড়ুনঃ এসএমএস-এর রকম বদলে প্রতারণার ছক, সতর্ক থাকুন

জেলাতে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭১ হাজার ৭১০ জন। জেলাশাসক জানান, জেলার নতুন নথিবদ্ধ ৯৫ হাজারের অধিক ভোটারকে PVC(Polivinalished)কার্ড দেওয়া হবে। একইসঙ্গে পুরনো কার্ডধারীরাও বৈধ ভোটার হিসেবেই গণ্য করা হবে।

সম্পর্কিত পোস্ট