মানুষকে আরও উন্নত পরিষেবা দিতে ঢেলে সাজছে দমকল বিভাগ, প্রত্যেক পুজো প্যান্ডেলে থাকছে অগ্নিনির্বাপক যন্ত্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ২৫ সেপ্টেম্বর দমকল বিভাগে ৪ টি রোবট যন্ত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ।
পাশাপাশি তিনি জানিয়েছেন, ছোট ছোট গলিতে কোথাও আগুন লাগলে অনেকসময় সেখানে দমকলের বড় ইঞ্জিন ঢোকার জায়গা থাকে না।
তাই সেইসব জায়গাগুলিতে ঢোকার জন্য প্রয়োজন মোটরসাইকেল ও ছোট গাড়ি। তাই এই দিকটি বিবেচনা করে আরও ১০০ টি মোটরসাইকেল ও ১০টি ছোট গাড়ি নেওয়া হচ্ছে।
শহর কলকাতা মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দেওয়ার জন্যই দমকল বিভাগ থেকে এই সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
তাঁর কথায়, ইতিমধ্যে শহর কলকাতায় অনেক পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে।সমস্ত পুজো প্যান্ডেলগুলিতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হবে। এজন্য পুজো কমিটিগুলিকে আলাদা করে কোন টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন সুজিত বসু ।
এদিন তিনি উল্লেখ করেছেন দক্ষিণ কলকাতা বিভাগ টালিগঞ্জ থানা, কসবা থানা, গড়িয়াহাট থানা, মেটিয়াবুরুজ থানা, উত্তর কলকাতার কাঁকুড়গাছি থ্রি এ বাস স্ট্যান্ড, শ্যামবাজার এভি স্কুল, সন্তোষ মিত্র স্কোয়ার, দক্ষিণ 24 পরগনা আলিপুর থানা, উত্তর 24 পরগনা বাগুইহাটি থানা, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাওড়া ব্যাঁটরা থানা, পূর্ব মেদিনীপুর চৈতন্যপুর থানা ,বাজকুল থানা এলাকায় থাকবে অগ্নিনির্বাপন ব্যবস্থা।
তিনি উল্লেখ করেছেন দমকল বিভাগের যে সমস্ত অক্সুলারি ফায়ার ওয়ার্কার আছে তাদের চাকরির সময়সীমা ৬০ বছর পর্যন্ত। যা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এদিন আরো একবার তা উল্লেখ করেন সুজিত বসু ।
অবসর গ্রহণের পর তিন লক্ষ টাকা অতিরিক্ত পাবেন তারা এবং তাদের ছুটি নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরো একবার উল্লেখ করেছেন সুজিত বসু।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tiktok-and-wechat-ban-america-is-running-grandfathering-china-claims/
১৪ ক্যাজুয়াল লিভ,১০ টি কম্প্রেহেন্সিভ লিভ, ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি, বছরে ২ হাজার টাকা বোনাস ,যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে ২ লক্ষ টাকা করে তারা পাবে এবং এই সমস্ত ওয়ার্কাররা স্বাস্থ্য বীমার আওতায় পড়ছেন এবং সেইসঙ্গে বছরে তাদের পরিবারও ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন।
ভবিষ্যতে যখন কোন বিভাগের লোক নেওয়া হবে তখন ১৫ শতাংশ এই সমস্ত ওয়ার্কাররা আগে অগ্রাধিকার পাবে বলেও জানিয়েছেন সুজিত বসু । মানুষকে আর বেশি পরিসেবা দেওয়ার জন্য একেবারে অন্য ভূমিকা নিয়েছে দমকল বিভাগ।