প্রকাশিত বাংলায় প্রথম মুম্বাই আন্ডার ওয়ার্ল্ড নিয়ে লেখা বই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা ভাষায় মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে কোনও বই আগে ছিল না। কেউ লেখার কথা ভাবেন নি বা চেষ্টাও করেননি।

কিন্তু করোনা এবং লকডাউনের মধ্যে এবার অন্ধকার জগত নিয়ে লেখা সেরকম একটা বই ‘অচেনা আন্ডারওয়ার্ল্ড: ডন ও ডারলিং’ বাজারে এল। লিখেছেন সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী।

মুম্বই আন্ডারওয়ার্ল্ডের দশজন ডনের বান্ধবী-স্ত্রীদের নিয়ে লেখা হয়েছে বইটি। যাঁর মধ্যে রয়েছেন দাউদ ইব্রাহিম, ছোটা রাজন, অরুণ গাউলি, ফরিদ তানাশা, টাউগার মেমন, সামাদ খান সহ অন্যরা।

এদের উত্থান-পতনের পিছনে নারী চরিত্রদের ভূমিকা কেমন ছিল তার বিস্তারিত বর্ণনা রয়েছে পাতায় পাতায়।

কে জানত জীবনের প্রথম প্রেমে ধোঁকা খেয়েছিলেন খোদ দাউদ? বান্ধবীকে সন্তুষ্ট করতে কী করতে হয়েছিল রাজনকে? সামাদকে খুন করতে সাহায্য করেছিলেন কোন তরুণী?

এরকম হাজার প্রশ্নের জবাব রয়েছে বইতে। সাংবাদিক চিত্রদীপ এই বইয়ের গবেষণার কাজ করতে বেশ কয়েকবার মুম্বই গিয়েছেন। ঘুরেছেন অন্ধকার জগতের অলিগলিতে। কথা বলেছেন পুলিশ কর্তা রাকেশ মারিয়া, লেখক এস হুসেইন জায়েদিদের সঙ্গে, এমনকি দাউদের এক সময়ের পড়শী জুনেদের সঙ্গেও।

বইটির ভূমিকা লিখেছেন মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। বইটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটেও। করোনার ভয়ে বাইরে তেমন বেরতে না পারলেও এই বইটির নতুন বিষয় অন্য মাত্রা দেবে পাঠকদের।

সম্পর্কিত পোস্ট