দেশের মধ্যে প্রথম স্থানে বাংলার বাড়ি প্রকল্প, জানাল কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভৌগলিক অবস্থান নিশ্চিত করণ বা জিও ট্যাগিং এ রাজ্যের আবাসন নির্মাণ প্রকল্প বাংলার বাড়ি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে আজই রাজ্যকে এই খবর জানানো হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসেবে পশ্চিমবঙ্গে এই আবাস যোজনায় সাফল্যের হার ৯৭.৪৫ শতাংশ।
ISL খেলবে ইস্টবেঙ্গল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট
জিও ট্যাগিং এর হিসেবে হিসেব অনুযায়ী এ রাজ্যে আবাসন প্রকল্পে সবচেয়ে বেশি বাড়ি তৈরি হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাড়ি তৈরীর সংখ্যার নিরিখে এরাজ্যের পর আছে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট ও ছত্তিশগড়।
এই প্রকল্পে একটি বাড়ি তৈরি করতে মোট খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় দেড় লক্ষ টাকা এবং রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছেদেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই প্রকল্পে।