পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন ফিরল কোচবিহারে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১২০ টি স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে রাজ্য়ের বিভিন্ন জায়গায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম ট্রেন সোমবার সন্ধ্যায় প্রবেশ করলো নিউ কোচবিহার স্টেশনে।
তেলেঙ্গানা থেকে রওনা দিয়ে কোচবিহার আলিপুরদুয়ার ও নিম্ন আসামের পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোচবিহারে ফিরলেন তারা। এখানেও ত্রাতার ভূমিকায় জেলা পুলিশ।
১৮ টি আলাদা আলাদা কক্ষ করা হয়েছে। জায়গা হিসেবে বিবেচনা করে প্রত্যেক শ্রমিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে গাড়ি দিয়ে তাদের নিজস্ব এলাকায় নিয়ে যাওয়া হবে।
ট্রেন থেকে নামার সময় প্রথম থার্মাল চেকিং হচ্ছে, দ্বিতীয়বার তাদের নাম ঠিকানা সংগ্রহ করার পরে আবার পরীক্ষা করা হচ্ছে। সবশেষে লালা পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
প্রতিদিন করোনা টেস্টের সংখ্যায় দেশে ছয় নম্বরে উঠে এল রাজ্য
ট্রেন আসার আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য জেলা পুলিশ ও প্রশাসনের তরফে টিফিন, মাস্ক হাত ধোয়ার সাবান এবং জলের, ব্যবস্থা করা হয়েছিল।
সামাজিক দূরত্ব বজায় রেখে সুনির্দিষ্ট পথে তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য যান। কড়া সুরক্ষা বলয় এর মধ্যে মুড়ে ফেলা হয়েছিল গোটা নিউ কোচবিহার স্টেশন চত্বরকে।
কোচবিহারের এই শ্রমিকরা মূলত মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, সিতাই, তুফানগঞ্জ বক্সিরহাট, এবং কোচবিহার সদর এলাকার বাসিন্দা।
শ্রমিকদের একাংশ জানান, ট্রেনে করে ফিরতে তাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। কোন টাকা-পয়সা লাগেনি। খাওয়ার এবং জলের কোন অভাব হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন।