মিলে গেল পূর্বাভাস, রাজ্য জুড়ে শুরু প্রাক বর্ষার বৃষ্টি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকদিন ধরে শহরে নাগাড়ে বয়েছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। সেই হাওয়াই আদতে ডেকে এনেছে এই প্রাক বর্ষার বৃষ্টিকে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আন্দামানে মৌসুমী বায়ু ঢুকেছে আমফানের সময়েই ঢুকেছে। এরফলে কিছুটা হলেও শক্তি পেয়েছে বর্ষা।
বঙ্গে এবার প্রাক-বর্ষার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বলে মনে করছিলেন আবহাওয়াবিদরা। নাগাড়ে ঝড়ো হাওয়ায় তা স্পষ্ট হয়ে যায়।
আমফানের কারণে ১৩০০ সিসিটিভি অচল, যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের নির্দেশ লালবাজারের
বুধবার থেকে টানা বৃষ্টিতে প্রাক বর্ষার বৃষ্টিতে শিলমোহর পড়েছে। সারা দেশের নিরিখে বর্ষা স্বাভাবিক হলেও বৃষ্টি কেমন হবে তা নিয়ে একটু চিন্তাজনক পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। জুন মাসে নির্ধারিত সময়ে বর্ষা দেশে ঢুকলেও তেমন বৃষ্টিপাত হবে না।
অর্থাৎ জুন মাসে বর্ষার যে বৃষ্টি হওয়া উচিত ততটা হবে না। জুলাই মাসেও সেই একই অবস্থা হবে। জুলাই মাসের প্রায় শেষের দিকে গিয়ে বৃষ্টি শুরু হবে।
অগাস্ট সেপ্টেম্বর মাসে বেশি বৃষ্টি হবে। অনেকটা গতবছর যেমন শেষ মুহূর্তে মেক আপ দিয়ে যাবতীয় ঘাটতি মিটিয়েছিল বর্ষা সেই তেমনই হতে পারে এবারের বর্ষার রূপ। এমনই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিসের।