রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে পর্যটকদের আনাগোনা বন্ধ করে দিল বনদপ্তর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এশিয়ার বৃহত্তম তথা উত্তর দিনাজপুর জেলার গর্ব রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে পর্যটকদের আনাগোনা বন্ধ করে দিল উত্তর দিনাজপুর বনদপ্তর। বর্তমান করোনা অতিমারির আবহে সংক্রমণ তীব্র হওয়ায় এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বনদপ্তরের আধিকারিকেরা।
কুলিক অভয়ারণ্যে মূলত পরিযায়ী পাখির ভিড় উপচে পড়ে।প্রতি বছর জুন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই পরিযায়ী পাখি এসে বর্ষা ঋতু পর্যন্ত এখানে বসবাস করে। এরপর নিজেদের বাচ্চাদের উড়তে শিখিয়ে আবারও উড়ে চলে যায় দূরদেশে।
রায়গঞ্জ ফরেষ্ট ডিভিশনের রেঞ্জার প্রমিকা লামা বলেন, ‘বর্তমান কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকারের বন্যপ্রাণ দপ্তরের নির্দেশ মত, ডিভিশনাল ফরেষ্ট অফিসার নোটিশ জারি করে জানিয়েছেন, বিগত ৩ রা মে থেকে কুলিক পাখিরালয় পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।’
করোনার গ্রাসে পর্যটক শূণ্য উত্তরবঙ্গ- মাথায় হাত হকার ও কুলিদের
পর্যটকদের আনাগোনা বন্ধ হওয়ায় কিছু পর্যটক অখুশি হলেও এবিষয়ে প্রমিকা লামা বলেন, ‘করোনা সংক্রমণ তীব্র হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আশা করি পর্যটকদেরই সুরক্ষা রক্ষা হবে।’
সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের একাধিক পরিবেশ কর্মী। তাদের দাবি, কুলিক পাখিরালয় খোলা থাকলেই পর্যটকদের আনাগোনা বাড়বে, সংক্রমণ ছড়াবে।