ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, খাচ্ছেন খাবার- অক্সিজেনের মাত্রাও ঠিকঠাক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগের থেকে অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাটার্য। খাবার খাচ্ছেন, চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন।
মঙ্গলবার সকালের মেডিকেল বুলেটিন অনুযায়ী আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্থিতিশীল রয়েছেন তার স্ত্রীর মীরা ভট্টাচার্য। চিকিৎসকেরা জানিয়েছেন বুদ্ধবাবু শরীরে অক্সিজেন স্যাচুরেশন ৯৫। মিনিটে অক্সিজেন দেওয়া হচ্ছে এক থেকে দু লিটার।
হৃদ স্পন্দন মিনিটে ৬৫। রক্তে শর্করার পরিমাণ রয়েছে ঠিকঠাক। এছাড়াও রক্তের অন্যান্য প্যারামিটার ঠিকঠাকই ধরেছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানাচ্ছেন রেমডেসিভিরের কোর্স সম্পন্ন হয়ে গিয়েছে। এখন দেখার রেমিডিসিভিরের কি প্রভাব পড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে।
WB Corona New Guidelines: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নয়া নির্দেশিকা
গত ১৮ ই মে করোনায় আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিন রাতেই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ভর্তি করা হয় হাসপাতালে। বাড়িতেই চিকিৎসা চলছিল বুদ্ধবাবুর। গত মঙ্গলবার হঠাৎ বুদ্ধবাবুর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
তার আগের দিনই সুস্থ হয়ে বাড়ি গিয়েছিলেন মীরা ভট্টাচার্য। তবে বুদ্ধ বাবুকে ফের হাসপাতালে ভর্তি করতে হওয়ায় প্যানিক অ্যাটাক হয় তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের। তাঁকে ফের ভর্তি করতে হয় হাসপাতালে।
উডল্যান্ড হাসপাতাল সূত্রে খবর, আপাতত দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কবে তারা ছাড়া পাবেন হাসপাতাল থেকে সে ব্যাপারে কিছুই জানাননি চিকিৎসকরা।