স্টার স্পোর্টসের অমতে ঝুলে রইল এবারের আইপিএলের ভবিষ্যৎ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাতিল হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে এবারের আইপিএল আয়োজনের বিষয়টি।
পরিস্থিতি এখন এমনই, যে আজ মিটিংয়ের পরেই এবিষয়ে সিদ্ধান্ত প্রকাশ্যে আনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টুর্নামেন্টর সূচী তৈরি করে ফেলেছে বিসিসিআই। এমনটাই খবর ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে। যদিও তা মনে ধরছে না সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের।
সূত্রের খবর, আগামী ২৬ শে সেপ্টেম্বর শুরু হতে চলেছে এবারের আইপিএল। যা চলবে ৮ ই নভেম্বর অবধি। আর এখানেই সমস্যা স্টার স্পোর্টসের।
করােনা আক্রান্তকে জুতােপেটা , তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
কারণ ৪৪ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করা মানে প্রতিদিন দুটো করে ম্যাচ আয়োজন করতে হবে। যার ফলে কমবে টি আর পি।
এছাড়াও সেই সময় দিওয়ালির বিষয়টিও বোর্ড কর্তাদের নজরে আনার চেষ্টা করছে স্টার স্পোর্টস। কারণ নভেম্বরের আট তারিখ টুর্নামেন্ট শেষ হওয়া মানে দিওয়ালির আগেই শেষ হবে আইপিএল।
কিন্তু সেই উৎসবের সময় বিজ্ঞাপনদাতারা বেশি বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়ে ওঠে। তাই আর্থিক ক্ষতির বিষয়টি একেবারেই ভালো ভাবে নিচ্ছে না সম্প্রচার সংস্থা।