করোনা ছোবলে বন্ধ সিকিমের দরজা অক্টোবর পর্যন্ত
রাহুল গুপ্ত
করোনা কাঁটায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত সহ বিশ্বের ১৩১টি দেশ। চারিদিকেই আক্রান্ত ও মৃত্যের খবর।
এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার খবর ভারতের একমাত্র রাজ্য যেখানে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনোও করোনা কাঁটা বেঁধেনি তা হলো সিকিম। পাহাড়ি রাজ্য। ঠান্ডা এবং আরামদায়ক ঠান্ডাই থাকে সারা বছর এই রাজ্যে।
পর্যটকদের মনপসন্দ জায়গা এই সিকিম। সূত্রের খবর , প্রায় ১০০ এর কাছাকাছি করোনা পরীক্ষা করা হয়েছে যাদের , তাদের টেস্ট এ এসেছে করোনা নেগেটিভ রেজাল্ট।
করোনা আবহ : ২৮৪ বছরে প্রথম থমকে গেলো পুরীর রথের চাকা, হবে না প্রভুর স্নানযাত্রাও
আগামী দিনে করোনা ভাইরাস থেকে দূরে রাখার জন্য সিকিম রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী অক্টোবর পর্যন্ত সিকিমের প্রবেশ দ্বার বন্ধ রাখা হবে। কোনও পর্যটক যাতে না আসতে পারে এই শৈলো রাজ্যে।
হয়তো এতে পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়বে , কিন্তু তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়েছে রাজ্য সরকার। তাই যে সব ভ্রমণ পিপাসুরা ভেবেছিলেন পুজোর সময় ডেস্টিনেশন হবে সিকিম তা অন্তত এই বছরের জন্য স্থগিত।