খুশির খবর দিলেন চিকিৎসকেরা, বাংলায় কোভিড রোগীর সুস্থতার হার ৫৩% এর বেশী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় কোভিড রোগীর ছাড়া পাওয়ার হার ৫৩% এর বেশী। অ্যাক্টিভ কেসের (৫,২৬১) তুলনায় ছাড়া পাওয়ার সংখ্যা (৬,৫৩৩) বেশী।

বাংলার দৈনিক কোভিড আপডেট ,১৭ই জুন, রাত ৮ টা

➡️ মোট অ্যাক্টিভ কেস – ৫,২৬১ (গতকালের চেয়ে ১২৫ কম)

➡️ মোট ছাড়া পেয়েছেন – ৬,৫৩৩ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৫০৫ জন)

➡️ ছাড়া পাওয়ার হার – ৫৩.১১% (এখনও পর্যন্ত সবচেয়ে ভালো)

➡️ নতুন পজিটিভ কেস – ৩৯১ (গতকাল ছিল ৪১৫)

কৃষকদের আয় বাড়াতে এবার কৃষক মান্ডির খালি জমি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের

➡️ মোট টেস্ট হয়েছে – ৩.৬১ লক্ষ

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯,২২২

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ৩.৪১%

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ৪,০১১ (চার সপ্তাহ আগে যা ছিল ১,২৩৩)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ৫০৬ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ১১)

➡️ ১০৪ টি সেফ হোম সেন্টার তৈরী করা হয়েছে, যেখানে মৃদু উপসর্গ আছে এমন ব্যক্তিদের যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তাদের রাখা এবং চিকিৎসা করা যেতে পারে।

সম্পর্কিত পোস্ট