বন্যায় মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অতিবৃষ্টির জেরে বন্যায় এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় যে ১৬ জন মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদের পরিবারের হাতে দ্রুত এককালীন দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এদিকে সোমবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার সীমানা বাজারে পিকআপ ভ্যান দুর্ঘটনায় আট জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবারের হাতেও ক্ষতিপূরণ তুলে দিয়েছে। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় পরিবারগুলির হাতে দুই লক্ষ টাকার চেক এবং বস্ত্র তুলে দেন।
বন্যা পরিস্থিতির অবনতি, জলমগ্ন এলাকায় জলবাহিত রোগের আশঙ্কা
সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ফলে মারা গিয়েছেন মোট ১৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ১, বাঁকুড়ার ৪, কালিম্পংয়ের ২, হাওড়ার ১, পশ্চিম বর্ধমানের ১, পশ্চিম মেদিনীপুরের ২,পূর্ব বর্ধমানের ১, পুরুলিয়ার ৩ এবং মুর্শিদাবাদের ১ জন।
মূলত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা জলের তোড়ে দেওয়াল ভেঙে গিয়েই মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকার তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেবে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতার একাধিক এলাকাও। শহরতলিতেও জল যন্ত্রণায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। জল না নামায় রোজকার কাজকর্মে ব্যাঘাতও ঘটেছে।